Site icon Jamuna Television

পাকিস্তান গিয়ে করোনা আক্রান্ত ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার

ছবি: সংগৃহীত।

পাকিস্তান সফরে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের এক সদস্য।

করাচি পৌঁছে পিসিআর টেস্টে দলের মোট চার সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হবার খবর নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড।

কোভিড আক্রান্ত তিন ক্রিকেটার হলেন বাঁহাতি পেসার শেলডন কটরেল, স্পিনিং অলরাউন্ডার রোস্টন চেইস ও কাইল মেয়ার্স। টিম ম্যানেজমেন্টের করোনা আক্রান্ত সদস্য কোচিং স্টাফের অংশ নয় বলা হয়েছে এক বিবৃতিতে। তিন ক্রিকেটারই নিয়েছেন করোনার ভ্যাকসিন এবং তাদের শরীরে কোন উপসর্গ নেই।

আরও পড়ুন: তৃতীয় দিনে ঘর থেকে বের হয়েছে টাইগাররা

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৯ ডিসেম্বর পাকিস্তান যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল সোমবার (১৩ ডিসেম্বর) করাচিতে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। তবে, আইসোলেশনে থাকার কারণে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ মিস করবেন করোনা আক্রান্ত এই তিন ক্রিকেটার।

Exit mobile version