Site icon Jamuna Television

স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মিলিটারি অ্যাকাডেমিতে ৮১তম বিএমএ-র সমাপনী কুচকাওয়াজে সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো দুর্যোগে দেশের সাধারণ মানুষ সশস্ত্র বাহিনীকে পাশে পায়। ভবিষ্যতেও দেশের যে কোনো প্রয়োজনে বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনা জানান, ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক সরঞ্জাম সংযোজন করে সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হয়েছে। এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বব্যাপী দেশের এই সম্মান ধরে রাখতে হবে।

ইউএইচ/

Exit mobile version