Site icon Jamuna Television

স্পেনের বিক্ষোভে স্লোগান: করোনা মহামারি ভুয়া

ছবি: সংগৃহীত

করোনা সংক্রান্ত বিধিনিষেধ ও টিকা গ্রহণের প্রতিবাদে আবারও বিক্ষোভ হয়েছে স্পেনে। গত শনিবার (১১ ডিসেম্বর), রাজধানী মাদ্রিদের সড়কে নেমে আসে হাজারও বাসিন্দা। এ সময় করোনা মহামারিকে ভুয়া বলে স্লোগান দেন তারা।

কয়েক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। জনসাধারণের স্বাধীনতা হরণ করতেই করোনাভাইরাস পরিকল্পনা মাফিক ছড়ানো হয়েছে বলেও দাবি করা হয় বিক্ষোভ সমাবেশে। টিকা গ্রহণ ও বিধিনিষেধ আরোপ করায় সরকারের নিন্দা করেন বিক্ষোভকারীরা।

ছবি: সংগৃহীত

স্পেনে আবারও করোনার প্রকোপ বাড়ায়, নতুন করে কড়াকড়ি আরোপের প্রেক্ষিতে হয় এ প্রতিবাদ সমাবেশ। এদিকে, সংক্রমন রোধে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের টিকা দানের সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার।

আরও পড়ুন: রসগোল্লার ভেতর শামুক! মুখে দিতেই কাটলো জিভ

Exit mobile version