Site icon Jamuna Television

লন্ডনে গাড়ি থামিয়ে চালককে পুলিশের গুলি

ছবি: সংগৃহীত

লন্ডনে রাজপরিবারের বাসভবনের কাছে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহতের ঘটনা, ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশজুড়ে। গত শনিবার (১১ ডিসেম্বর) লন্ডনের ওই ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।

এ ঘটনার জেরে কর্তব্যরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। গাড়ি থামিয়ে তাতে বসা দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

ছবি: সংগৃহীত

তবে নিহতের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেছে পুলিশ। তারা জানান, সংকেত উপেক্ষা করে প্রিন্স উইলিয়ামের বাসভবন কেনসিংটন প্যালেসের দিকে এগিয়ে যায় গাড়িটি। পরে পরিস্থিতি সামাল দিতে গুলি ছোড়েন তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। গুরুতর আহত আরেক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ঝড়ের প্রভাবে আকস্মিক বন্যা স্পেনে

Exit mobile version