Site icon Jamuna Television

দেশের প্রতিটি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

দেশের প্রতিটি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তা না হলে অন্য দেশ থেকে পিছিয়ে পড়বে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ১৩ কোটি। কর্মসংস্থান, দক্ষমানব সম্পদ উন্নয়ন, ই-গভর্নমেন্ট, ই-কমার্সসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ১২ বছরে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পে তথ্যপ্রযুক্তির ব্যবহারে প্রায় ৭৬ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।

ইউএইচ/

Exit mobile version