Site icon Jamuna Television

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দেবে হুতিরা

ইয়েমেনে সৌদি আরবের চলমান বিমান হামলা বন্ধ না হলে আবারও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গত রোববার হুতি বিদ্রোহীদের ছোঁড়া সাতটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে সৌদি আরব। এতে রিয়াদে এক মিসরীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা।

ইয়েমেনে সৌদি বিমান হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে তেহরান। দেশটির বিভিন্ন বিশ্লেষক মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটিকে ক্রমাগত অস্থিতিশীল করে তুলছে।

আর সৌদি আরবের অভিযোগ, হুতিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ইরানের তৈরি। কাজেই তেহরানকে সঠিক সময় সঠিক জায়গায় পাল্টা আঘাত করা হবে।

এদিকে, হুতিদের সমর্থনের কথা জানালেও ইরানি কর্মকর্তারা তাদের অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছেন। ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের রাজনৈতিক কর্মকর্তা ইয়াদোল্লাহ জাবানি বলেন, ইয়েমেনে সৌদি আরব যে নৃশংস অপরাধ করছে সেদিক থেকে মনোযোগ সরাতে এসব অভিযোগ করা হচ্ছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version