Site icon Jamuna Television

শ্বশুরের সঙ্গে নাচে মজেছেন ক্যাটরিনা

দিন যতই পার হচ্ছে, ক্যাটরিনা ও ভিকির বিয়ের খবর তত বেরিয়ে আসছে। এই দুই তারকার প্রেমের সম্পকের খবরের মতো কেবল গুঞ্জন থাকছে না বিয়ের খবর। নিজেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের বিয়ের ব্যাপারে।

রোবাবর এই নবদম্পতি প্রকাশ করলেন, ভিকির বাবা শ্যাম কৌশলের সঙ্গে ক্যাটরিনার নাচের একটা ছবি। দু’জনেই নাচছেন। মন খুলে হাসছেন ক্যাটরিনা। শ্যামও দারুণ উপভোগ করছেন পুত্রবধুর সঙ্গে নাচ। আর ছবি দেখে ভক্তরা মুগ্ধ।

ভিকির পরিবারের সঙ্গেও যে ক্যাটরিনার সম্পর্ক দারুণ, তাই যেন বোঝাচ্ছে এই ছবি। ক্যাটরিনার উচ্চবিত্ত জীবনযাপন বনাম ভিকি কৌশলের মাটিতে পা রেখে চলা পরিবার– এই দুইয়ের খাপ খাবে কিনা, তা নিয়ে গুঞ্জন চলছিল বিয়ের আগে থেকেই। আপাতত এই গুঞ্জন রুখে দিতে পারবে শ্বশুর আর পুত্রবধুর এমন নাচের ছবি।

Exit mobile version