Site icon Jamuna Television

টনের্ডোর তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র

টনের্ডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ছয় রাজ্য। রোববার পর্যন্ত ৯৪ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সবশেষ ১৯২৫ সালে টনের্ডোর এতোটা ভয়াবহতা দেখেন মার্কিনীরা। সেবার প্রাণ হারান ছয় শতাধিক মানুষ।

দেশটিতে এখনও নিখোঁজ অর্ধশতাধিক মানুষ। তাদের জীবিত উদ্ধারে চলছে তল্লাশি অভিযান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্টাকি। শুধু এ রাজ্যেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮০ জন। অনেকেই আশঙ্কা করছেন, প্রকৃত সংখ্যাটি শতাধিক হতে পারে।

পরিস্থিতি মোকাবেলায় রাজ্যটিতে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। জরুরি তহবিল পাসের পাশাপাশি উদ্ধার তৎপরতা বাড়ানোর প্রতি তাগিদ দেন তিনি।

আরও পড়ুন : ঝড়ের প্রভাবে আকস্মিক বন্যা স্পেনে

শুক্রবারের টর্নেডোকে বলা হচ্ছে কেন্টাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এটি লণ্ডভণ্ড করে দেয় রাজ্যটির বহু এলাকা। অন্তত ৩০টি টর্নেডো তাণ্ডব চালায় রাতভর। আরকানসাস, ইলিনয়, মিসৌরি ও টেনেসিতেও চলে ধ্বংসযজ্ঞ। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজার হাজার বাড়িঘর।

/এডব্লিউ

Exit mobile version