Site icon Jamuna Television

ওমিক্রন ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দেয়

ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দেয় ওমিক্রন। করোনার ডেল্টা ধরনের তুলনায় বহুগুণ বেশি সংক্রামক নতুন এই ভ্যারিয়েন্ট। রোববার (১২ ডিসেম্বর) এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ডব্লিউএইচও জানিয়েছে, রোববার পর্যন্ত ৬৩টি দেশে ছড়িয়েছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে এই ভ্যারিয়েন্টটি। সেখানে ডেল্টা ভ্যারিয়েন্ট কম প্রভাব বিস্তারকারী।

প্রাথমিক তথ্য বলছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের লক্ষণগুলো ততোটা তীব্র নয়। ভারতে চলতি বছরের প্রথমে শনাক্ত হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণের জন্য দায়ী। কিন্তু দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ওমিক্রন আরও বেশি সংখ্যকবার পাল্টেছে রূপ।

গত মাসে ওমিক্রন শনাক্তের পর বিশ্বের বিভিন্ন দেশ সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক সবাইকে দেয়া হবে বুস্টার ডোজ

অন্যদিকে, টিকা উৎপাদক প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক জানিয়েছে, তাদের তিন ডোজ টিকা এখনও ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর।

/এডব্লিউ

Exit mobile version