Site icon Jamuna Television

এবার টিকটক নিষিদ্ধ করলো ইরাক

ছবি: সংগৃহীত

ভিডিও-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক নিয়ে সমালোচনা চলছে। চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপের বিরুদ্ধে ‘অনুপযুক্ত বিষয়বস্তুর ক্রমাগত উপস্থিতির’ অভিযোগ তুলে টিকটক নিষিদ্ধ করেছে ইরাক। খবর গালফ নিউজের।

খবরে বলা হয়, টিকটক অ্যাপ নৈতিকতার লঙ্ঘন হয় এমন বিভিন্ন বিষয় প্রচারে সাহায্য করে। এছাড়া নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীকে টার্গেট করে অশ্লীল ভিডিও প্রচার করে এই অ্যাপের ব্যবহারকারীরা।

তবে ইরাকই প্রথম দেশ নয়, যারা টিকটক নিষিদ্ধ করলো। চলতি বছরের শুরুতে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত চলতি বছরের জানুয়ারিতে স্থায়ীভাবে টিকটকসহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে।

আরও পড়ুন: নারীকে ‘মধ্যম আঙুল’ দেখানোয় যুবকের ছয় মাসের কারাদণ্ড

ইউএইচ/

Exit mobile version