Site icon Jamuna Television

পরীক্ষাকেন্দ্র থেকে বের হতেই ৪ বন্ধুকে কোপালো অন্য স্কুলের ছাত্ররা

ছবি: সংগৃহীত

চার বন্ধু পরীক্ষাকেন্দ্র থেকে বের হতেই তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে অন্য স্কুলের কয়েক জন ছাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় চার জনই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে ছেড়ে দেয়া হলেও বাকি একজনের ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ঘটনার সূত্রপাত শনিবার সকালে পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকায়। ওই এলাকায় সর্বোদয় বাল বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিল দশম শ্রেণির চার ছাত্র। পরীক্ষা শেষে তারা একসঙ্গেই পরীক্ষাকেন্দ্রের বাইরে আসে। ৪ জন বের হতেই তাদের ঘিরে ধরে হামলাকারী ছাত্ররা। বিপদ বুঝেই চার বন্ধু স্কুল লাগোয়া পার্কের দিকে ছুটে যায়। তারপর তাদের ধাওয়া ছুরি দিয়ে কোপায় হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী এক ছাত্র জানিয়েছে, পার্কের মধ্যে হাতাহাতি হতে দেখে বেশ কয়েক জন ছাত্র ছুটে যায়। কিন্তু ততক্ষণে হামলাকারীদের ছুরির আঘাতে রক্তাক্ত হয়েছে চার জন। হামলাকারীদের ধরার জন্য পিছু ধাওয়া করে কয়েক জন ছাত্র। কিন্তু তারা চলে গিয়েছিল। স্কুলের অন্য ছাত্ররাই তখন আহত চার জনকে নিয়ে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করায়।

পাণ্ডব নগর থানার পুলিশ জানিয়েছে, ছাত্রদের মধ্যে মারামারির বিষয়টি জানিয়ে তাদের কাছে তিনবার ফোন যায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছায়। কিন্তু ততক্ষণে হামলাকারীরা পালিয়ে গিয়েছিল।

আরও পড়ুন: নারীকে ‘মধ্যম আঙুল’ দেখানোয় যুবকের ছয় মাসের কারাদণ্ড

পূর্ব দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছেন, আহতদের সকলের বয়স ১৫-১৬ বছরের মধ্যে। কেনো এই ঘটনা ঘটলো, এর পেছনে আগের কোনো শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করার জন্য ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখারও কাজ শুরু হয়েছে।

ইউএইচ/

Exit mobile version