Site icon Jamuna Television

ক্ষতিপূরণ নয়, বিচার চায় নাগাল্যান্ড ট্রাজেডির শিকার পরিবার

ক্ষতিপূরণ নয়, বরং নাগাল্যান্ডে ভারতীয় সেনাবাহিনীর ভুল অভিযানে দায়ী সেনা সদস্যদের বিচার দাবি করেছে নিহতদের পরিবার।

গত সপ্তাহের অভিযানে নিহত ১৪ বেসামরিকের পরিবার এবং গ্রামবাসী নিয়েছেন এ সিদ্ধান্ত। তারা জানান, দায়ী সেনাদের বিচারের আওতায় না আনা হলে এবং বিশেষ ক্ষমতা আইন, এএফসিপিএ বাতিল না করা পর্যন্ত সরকারের কোনো প্রস্তাব তারা মানবেন না।

সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত ১৪ বেসামরিকের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে সরকার। এছাড়া অভিযানে আহতদের ৫০ হাজার রুপি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।

আরও পড়ুন : ‘সমবেদনা নয়, ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে’, নাগাল্যান্ডে বিক্ষোভ স্থানীয়দের

গত রোববার, রাজ্যটির মন জেলায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলাকালে ‘ভুলবশত’ গুলি চালায় ও লোকজনসমেত গাড়িতে অগ্নিসংযোগ করে সেনাবাহিনী। এসময় মারা যায় বেসামরিক লোকজন। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী পাল্টা হামলা চালালে প্রাণ যায় এক জওয়ানের।

/এডব্লিউ

Exit mobile version