Site icon Jamuna Television

যৌন হয়রানির মামলায় পরীমণির নারাজির আবেদন খারিজ

ছবি: সংগৃহীত

যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরীমণির নারাজির আবেদন খারিজ করে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে এক পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ হেমায়েত উদ্দিনের আদালত এই আদেশ দেন।

গত ১ ডিসেম্বর পরীমণি আদালতে হাজির হয়ে নারাজি দাখিল করেন। এর আগে ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক কামাল হোসেন।

উল্লেখ্য, গত ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

ইউএইচ/

Exit mobile version