Site icon Jamuna Television

চিড়িয়াখানায় শিশুর বাম হাত কামড়ে নিলো সিংহ

ছবি: সংগৃহীত।

বাবার সাথে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন দুই বছরের দনিয়া নামের ছোট্ট মেয়েটি। হিংস্র সিংহের খাঁচার সামনে এসে লোহার শিকের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয় অবুঝ শিশুটি। মেয়েটির বাবা তখন মেয়েটির ছবি তোলায় ব্যস্ত। হঠাৎ সিংহ কামড় বসিয়ে দেয় দনিয়ার হাতে। সিংহের কামড়ে ক্ষতবিক্ষত হয়ে যায় মেয়েটির বাম হাত। বাধ্য হয়ে বাম হাত কেটে বাদ দিতে হয়েছে।

গালফ নিউজ রোববার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইব গভর্নেটে এই দুর্ঘটনা ঘটে। মানবাধিকার বিষয়ক আইনজীবীরা শিশুটির বাবা এবং হুথি মিলিশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওই চিড়িয়াখানার কর্তৃপক্ষকে এই ঘটনায় আটক করেছে বলে প্রতিবেদনে জানা যায়।

হিংস্র প্রাণীর খাঁচায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন মানবাধিকার বিষয়ক আইনজীবীরা।

পড়ুন: ট্যাক্সি ড্রাইভার থেকে বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি

Exit mobile version