Site icon Jamuna Television

টাকা দিয়েও ভোট না পেয়ে ভোটারকে মারধর

ছবি: সংগৃহীত।

নির্বাচনে জয়ী হতে টাকা বিলিয়েছিলেন এক প্রার্থী। কিন্তু হেরে গিয়ে হতাশ হয়ে পড়েন তিনি। হারের পেছনে দুই দলিত ব্যক্তিকে দায়ী করে তাদের মারধর করেন পঞ্চায়েত প্রধানের পদে দাঁড়ানো ওই প্রার্থী। সম্প্রতি ভারতের বিহারের অরঙ্গাবাদে এ ঘটনা ঘটে।

আর এই মারধরের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মারধরের ভিডিও ভাইরাল হতেই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বলবন্ত সিংহ।

ভাইরাল হওয়া ভিভিওতে দেখা যায়, ওই প্রার্থী নিজের হারের জন্য দুই দলিত ব্যক্তিকে মারছেন। ভিডিওটিতে তাকে বলতে শোনা গেছে, তিনি টাকা দেয়া সত্ত্বেও ওই দুই দলিত ভোট দেননি তাকে। শাস্তি হিসাবে কান ধরে উঠবস করাতে বাধ্য করছেন অভিযুক্ত বলবন্ত। মাটিতে থুতু ফেললেন বলবন্ত। তারপর দলিতদের ঘাড় ধরে তা খেতে বাধ্য করছেন তিনি।

পড়ুন: ‘মুরাদ টাকলা’র উৎপত্তি

এদিকে ভিডিওটি ভাইরাল হতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version