Site icon Jamuna Television

বৃষ্টির জন্য মক্কা-মদিনায় বিশেষ নামাজ

প্রচণ্ড খরা থেকে নিস্তার এবং বৃষ্টির জন্য মক্কা ও মদিনায় অনুষ্ঠিত হয়েছে ইসতিসকা নামাজ। এ সময় আল্লাহর দরবারে করা হয় বিশেষ মোনাজাত।

সোমবার (১৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। মসজিদুল হারামে সালাতুল ইসতিসকার ইমামতি করেন শায়খ আবদুর রহমানর আস সুদায়েস।

অন্যদিকে মদিনার মসজিদে নববিতে এই বিশেষ নামাজের ইমামতি করেন শায়ক আল বুদায়ের। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আহ্বানের পরিপ্রেক্ষিতে মসজিদুল হারাম ও মসজিদুল নববিতে ইসতিসকা নামাজ আদায় করা হয়।

/এডব্লিউ

Exit mobile version