Site icon Jamuna Television

ডা. মুরাদের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা

ছবি: সংগৃহীত।

বরিশাল ব্যুরো:

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ন মন্তব্য করায় মামলাটি দায়ের করেছেন বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাড. ইশতাক আহমেদ রুবেল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলাটি আমলে নিয়েছেন আদালত বিচারক গোলাম ফারুক। তবে এখনো কোনো আদেশ দেননি তিনি।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় দায়েরকৃত মামলায় ভার্চুয়াল টকশোর উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের সময় বাদী আবুল কালামের সাথে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মায়ের থেকে মেয়ে দু’বছরের বড়!

মামলার বাদী আবুল কালাম জানান, মুহাম্মদ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশোতে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন। এছাড়া বিভিন্ন সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমনাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য করেছেন। তাই তিনি মামলাটি দায়ের করলেন। আদালত মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। পরবর্তীতে আদালত এ ব্যাপারে আদেশ দেবেন।

Exit mobile version