Site icon Jamuna Television

মেসির সম্মানে পিএসজির সোনালি জার্সি

ছবি: সংগৃহীত

পিএসজির কোনো খেলোয়াড় হিসেবে প্রথম ব্যালন ডি’অর জয় করেছেন লিওনেল মেসি। এই ফুটবল জাদুকরের সম্মানে তাই সোনালি রঙে সেজেছে পিএসজির জার্সি।

লিগ ওয়ানে মোনাকোর বিরুদ্ধে ম্যাচে হোম জার্সির এই নতুন ভার্সনটি পরে খেলেছে পিএসজির খেলোয়াড়রা। জার্সিতে ফুটবলারদের নাম, নম্বর ও স্পন্সর প্রতিষ্ঠানের নাম লেখা হয় ব্যালন ডি’অরের সোনালি আবেশে। ক্লাবের এমন সম্মানের দিনে মেসি গোলের দেখা না পেলেও করেছেন দুর্দান্ত এক অ্যাসিস্ট।

ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, গত মাসের শেষ দিকে থিয়েটার দ্যু শ্যালেতে রেকর্ড সপ্তম ব্যালন ডি’অরের মালিক হন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। তার নায়কোচিত পারফরমেন্সে ২৮ বছর পর আন্তর্জাতিক ট্রফি জয় করে আর্জেন্টিনা।

আরও পড়ুন: দুই ম্যাচ পর জয় পেলো পিএসজি

Exit mobile version