Site icon Jamuna Television

ওমিক্রন আক্রান্ত দুই ক্রিকেটার ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

ওমিক্রন শনাক্ত হওয়া জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাদের কাছ থেকে অন্য কারো সংক্রমিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ফ্রন্টলাইনার ও বয়স্কদের এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেয়া হবে। ধীরে ধীরে সবাইকে বুস্টার ডোজের আওতায় আনার আশা মন্ত্রীর।

এখন পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ মাসে দেড় থেকে দুই কোটি টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া আজ যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা আসবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: মুরাদের চেয়ে জঘন্য কথা বলেছেন বিএনপির আলাল: কাদের

ইউএইচ/

Exit mobile version