Site icon Jamuna Television

পাকিস্তানের হয়ে খেলতে গিয়ে শোয়েবের কষ্টের নমুনা (ভিডিও)

ব্যথায় কুঁকড়ে গেছেন শোয়েব আখতার। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে হাঁটুতে ইনজেকশন নেয়ার ভিডিও পোস্ট করেছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। জানিয়েছেন, পাকিস্তানের হয়ে খেলতে গিয়ে কেমন কষ্ট ভোগ করতে হয়েছে তাকে।

পাকিস্তানের হয়ে খেলার সময় একাধিকবার হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন পাকিস্তানের শোয়েব আখতার। মাঠের ক্রিকেট থেকে দূরে থাকা এই গতি তারকার হাঁটুতে অপারেশনের জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাওয়ার কথা ছিল। কিন্তু অপারেশন দুই মাস বিলম্ব হওয়ায় হাঁটুতে ইনজেকশন নিয়ে থাকতে হচ্ছে তাকে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঁটুতে ইনজেকশন পুশ করার ভিডিও পোস্ট করলেন শোয়েব। সাথে ভিডিওতে ক্যাপশন দিয়ে শোয়েব জানান, পাকিস্তানের হয়ে খেলার জন্য এমন কষ্ট করতে হতো আমাকে। আবারও যদি সে সুযোগ দেয়া হয় আমাকে, এমন কষ্ট ভোগ করতে প্রস্তুত আমি।

আরও পড়ুন: ভাইজান এগিয়ে যান কিন্তু কাউকে ধ্বংস করে নয়: রুবেল

Exit mobile version