Site icon Jamuna Television

ফাঁকা বিমানে সারা আলীর গানে এয়ার হোস্টেজের নাচ ভাইরাল

ছবি: সংগৃহীত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্ডিগো এয়ারলাইন্সের একজন এয়ার হোস্টেজের বিমানের ভিতরে নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি ফাঁকা বিমানের ভেতর উদ্যাম নাচ করছেন।

বিমান সেবিকার নাম উমা মীনাক্ষী। এর আগেও তিনি নেচে ভাইরাল হয়েছিলেন। তবে ওইবার ছিল অন্য গানে। তখন ‘মানিকে মাগে হিতে’  ‘নবরাই মাঝি গানে নেচে তিনি ভাইরাল হয়েছিলেন।

আর এবার নেটিজেনদের মন জিতলেন অন্য এক গানে। মুহূর্তের মধ্যে ভাইরাল হল সেই ভিডিও। এবার উমা মীনাক্ষী ইনস্টাগ্রামে সারা আলি খানের চকা চক গানে একটি নাচের একটি ভিডিও শেয়ার করেছেন।

আরও পড়ুন: উদ্দেশ্য বিনামূল্যে খাওয়া আর পাঁচতারায় থাকা! নকল বাগদানের খবর রটিয়ে ভাইরাল যুবক-যুবতী

ভিডিওটি ইনস্টাগ্রামে আপলোড হতে না হতেই ১০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এছাড়াও অনেকেই শেয়ার করেছেন তার এই ভিডিওটি। বিমান সেবিকার নাচের প্রতিভা দেখে রীতিমতো অবাক সবাই। একজন সেবিকার মধ্যে যে এমন আরো আরেকটি বিশেষ শিল্পের দিক লুকিয়ে থাকতে পারে এ কথা ভাবেনি কেউই।

Exit mobile version