Site icon Jamuna Television

ছোট শিশুর খেলার সাথী অজগর!

ছবি: সংগৃহীত।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ছোট্ট এক মেয়ে বিশালকায় সাপের সাথে খেলছে। ভিডিও দেখে অবাক সবাই।

ভারতীয় গণমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে স্নেক ওয়ার্ল্ড নামের এক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করেছে। এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৯৭ হাজারের বেশিবার। ভিডিওতে দেখা যাচ্ছে, লাল টি-শার্ট, প্যান্ট ও নীল স্যান্ডেল পরা এক মেয়ে বাড়ির বাইরে সাপের সাথে দুষ্টুমিতে মেতেছে। কখনো সাপের শরীরের ভাজে শুয়ে পড়ছে মেয়েটি। কখনো-বা আবার সাপটিকে ডজ দিয়ে মেয়েটি সরে যাচ্ছে অন্যত্র।

আরও পড়ুন: ফাঁকা বিমানে সারা আলীর গানে এয়ার হোস্টেজের নাচ ভাইরাল

শুরুতে সাপের মুখ দেখা গেলেও পরে সম্পূর্ণটা যখন ক্যামেরা তুলে ধরে, নেটিজেনরা অবাক হয়। এ এক বিশাল অজগর আর মেয়েটি সানন্দে তার সাথে খেলছে। যেন খেলার সাথি। অবশ্য মনে হচ্ছে, অজগরটি প্রশিক্ষিত।

Exit mobile version