Site icon Jamuna Television

গণধর্ষণের অভিযোগে মামলার ৮ মাস পরে কিশোরীর সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে গণধর্ষণের শিকার হওয়া এক কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। আট মাস আগে যশোরের কোতয়ালী থানায় গণধর্ষণের অভিযোগে মামলাও হয়েছিল।

রবিবার (১২ ডিসেম্বর) রাতে যশোর জেনারেল হাসপাতালে ওই কিশোরী একটি মেয়ে সন্তান প্রসব করেছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে ধর্ষণের শিকার ওই কিশোরীর বড় বোন (বিবাহিত) যশোর জেনারেল হাসপাতালে সন্তান প্রসব করে। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায়, সুযোগ পেয়ে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের দৌলতদিহি পশ্চিমপাড়ার তরিকুলের ছেলে অনিক, ঠান্ডুর ছেলে সোহান ও লাল্টুর ছেলে অস্ত্রের মুখে ভুক্তভোগী কিশোরীর মুখ বেঁধে ধর্ষণ করে।

এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদের জেলহাজতে দেয়। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। এখন শিশুর ডিএনএ পরীক্ষার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version