Site icon Jamuna Television

মদকে মাদকের অন্তর্ভুক্ত করা কেন বেআইনি হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

ফাইল ছবি।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংজ্ঞায় মদকে অন্তর্ভুক্ত করা কেন বেআইনি হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পানযোগ্য অ্যালকোহল মাদকদ্রব্যের বাইরে রাখার নির্দেশনা চেয়ে রিট করেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আরজে টাওয়ার হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক। রিটে উল্লেখ করা হয়, ‘পানযোগ্য অ্যালকোহল এবং নিষিদ্ধ মাদককে একই সংজ্ঞায় সংজ্ঞায়িত করায় অ্যালকোহল যারা বিক্রি করে, আমদানি করে বা রপ্তাানি করেন, তাদের জন্য সমস্যা তৈরি হয়েছে। কারণ, পানযোগ্য অ্যালকোহল তখন মাদক দ্রব্য হিসেবে চিহ্নিত করা হয়। যার ফলে তাদের পানযোগ্য অ্যালকোহল বা মদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। তাই মাদকদ্রব্যের আইনের সংজ্ঞায় মদকে অন্তর্ভুক্ত করা নিয়ে রিট করা হয়। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন।

/এসএইচ

Exit mobile version