Site icon Jamuna Television

বলিউডে আবারও করোনার হানা

কারিনা কাপুর ও অমৃতা অরোরা। উভয়েই আক্রান্ত হয়েছেন করোনায়, বর্তমানে উভয়েই রয়েছেন আইসোলেশনে।

বলিউডে আবার গুটি গুটি পায়ে হানা দিতে শুরু করেছে করোনা। এবার করোনায় সংক্রমিত হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অমৃতা অরোরাও করোনা পজিটিভ বলে জানা গেছে।

সম্প্রতি কারিনা আর অমৃতাকে তাদের বন্ধুদের সাথে পার্টি করতে দেখা যায়। যেখানে তারা করোনা–সংক্রান্ত কোনো বিধিনিষেধই মানেননি। কারিনা আর অমৃতার করোনার সংক্রমণের খবরের পর বলিউড এখন শঙ্কিত।

জানা গেছে, কারিনা আর অমৃতার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সকলের আরটিপিসিআর পরীক্ষার আদেশ দিয়েছে বৃহনমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। বিএমসি এখন সেসব ব্যক্তিকে খুঁজছে যারা কারিনা এবং অমৃতার সাথে পার্টি করেছিলেন।

সর্বশেষ খবর অনুযায়ী, এ দুই বলিউড অভিনেত্রী এখন আইসোলেশনে রয়েছেন।

/এসএইচ

Exit mobile version