Site icon Jamuna Television

বাংলাদেশকে ৪ মিলিয়ন করোনার টিকা দিল যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত।

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৪ মিলিয়ন ডোজ প্রদান করেছে যুক্তরাজ্য।

সোমবার (১৩ ডিসেম্বর) বিকালে যুক্তরাজ্য থেকে এই ভ্যাকসিনের প্রথম চালান এসেছে কোভ্যাক্স ভ্যাকসিন শেয়ারিং মেকানিজমের মাধ্যমে। বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন এ তথ্য জানায়।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৪ মিলিয়ন ডোজ আগমনকে আমরা স্বাগত জানাই। বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাজ্য ও বাংলাদেশ কোভিড-১৯ এর কারণে কঠিন সময় পার করেছে। এই অতিমারী থেকে আরও উত্তম, নিরাপদ ও পরিবেশবান্ধবভাবে উত্তরণে আমরা উভয়ই একসাথে কাজ করছি।

ডিকসন আরও বলেন, বাংলাদেশকে যুক্তরাজ্যের এই ভ্যাকসিন প্রদান দুই দেশের মধ্যে বিরাজমান ব্রিট বাংলা বন্ধনের একটি শক্তিশালী বহিঃপ্রকাশ। মানুষের জীবন বাঁচাতে ও অতিমারী মোকাবেলা করতে বাংলাদেশকে সহায়তা করার জন্য যা প্রয়োজন যুক্তরাজ্য তা অবশ্যই করবে।

করোনাভাইরাস অতিমারী মোকাবেলায় বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাজ্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রস্তুতে সহায়তা করার জন্য ৯০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। বিশ্বব্যাপী এই ভ্যাকসিনের অর্ধ বিলিয়নের বেশি ডোজ অলাভজনক মূল্যে বিতরণ করা হয়েছে, যার দুই-তৃতীয়াংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে যাচ্ছে।

আরও পড়ুন: বাসা ভাড়া দেয়ার পরও জি‌ম্মি, ৯৯৯ এ কল করে মুক্তি পেলেন কলেজ ছাত্রী

উল্লেখ্য, এই বছরের জি-৭ সম্মেলনে যুক্তরাজ্য ২০২২ সালের জুন মাসের মধ্যে সারাবিশ্বে ১০০ মিলিয়ন করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ প্রদান করার প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশকে প্রদানকৃত এই ভ্যাকসিন অনুদানটি জি-৭ সম্মেলনের প্রতিশ্রুতির ফলস্বরূপই এসেছে।

Exit mobile version