Site icon Jamuna Television

তুরস্ক থেকে ড্রোন কিনছে ভারত

তুরস্ক নির্মিত ড্রোন কিনছে ভারত। আগামী বছর তুরস্ক থেকে আরও ১০০ ড্রোন কেনার চুক্তিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তুরস্কের জাইরন ডায়নামিক নামক একটি কোম্পানির তৈরি করা মাল্টিরোটর ড্রোন কিনছে ভারত- বলে জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ। কোম্পানিটি জানিয়েছে যে, দূরপ্রাচ্যের দেশগুলো থেকে ক্রেতা আকর্ষণের জন্য তারা ২০২২ সালের মার্চে ভারতে ড্রোন প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে।

জাইরন ডাইনামিকসের বানানো সর্বাধুনিক সার্ভেইল্যান্স ড্রোন।

খবরে বলা হয়, জাইরন ডায়নামিক উন্নত অস্ত্রের পাশাপাশি ড্রোন সংক্রান্ত নানা বিষয়ের সমাধান দেয়। কোম্পানিটি তাদের ড্রোনগুলো ইতোমধ্যেই প্রস্তুত করে ফেলেছে। এ বছরের শেষদিকে ড্রোনগুলো ভারতে পাঠানোর সব প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। জাইরন ডায়নামিক জানিয়েছে আগামী বছর আরও অন্তত একশো ড্রোন পাঠানো হবে ভারতে।

উল্লেখ্য, তুরস্কের ড্রোনের ব্যাপক চাহিদা দেশটির সরকারের জন্য আশীর্বাদ হিসেবে দেখা হচ্ছে। তুরস্ক তাদের তৈরি ড্রোন সিরিয়া ও লিবিয়ায় ব্যবহার করে সাফল্য পেয়েছে। এছাড়া, সম্প্রতি নাগার্নো-কারাবাখ যুদ্ধে আজারবাইজনের জয়েও উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তুর্কি ড্রোন।

/এসএইচ

Exit mobile version