Site icon Jamuna Television

রুশ প্রেসিডেন্টের সাথে চীনা প্রেসিডেন্টের বৈঠক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৫ ডিসেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এই বৈঠক। এর আগে সবশেষ গত জুনে এই দুই নেতার মধ্যে আলাপ হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন বৈঠকে দুই দেশের সম্পোর্কন্নয়নে বাণিজ্যের পাশাপাশি জ্বালানি খাতকে গুরুত্ব দেয়া হতে পারে। তবে ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান এখনও অস্পষ্ট। এ বিষয়ে আলোচনা হবে কিনা তা জানানো হয়নি।

আরও পড়ুন : তুরস্ক থেকে ড্রোন কিনছে ভারত

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

/এডব্লিউ

Exit mobile version