Site icon Jamuna Television

শ্রীলঙ্কান ক্রিকেটে নতুন দায়িত্বে জয়াবর্ধনে

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ক্রিকেটে বড় দায়িত্ব পেলেন মাহেলা জয়াবর্ধনে। এবার উপদেষ্টা কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক এই ব্যাটিং গ্রেটকে। সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

এর আগে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পরামর্শকের দায়িত্ব পালন করেন তিনি। জাতীয় দলের পাশাপাশি দেশটির অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের সঙ্গে কাজ করবেন সাবেক এই অধিনায়ক।

আগামী পহেলা জানুয়ারি থেকে পরবর্তী এক বছর এই দায়িত্বে থাকবেন জয়াবর্ধনে। একই সঙ্গে হাই পারফরমেন্স সেন্টারের ক্রিকেটার ও ম্যানেজমেন্ট টিমকে কৌশলগত সহায়তা দেবেন তিনি।

ইউএইচ/

Exit mobile version