Site icon Jamuna Television

এবার ম্যানচেস্টার ইউনাইটেডে করোনার হানা

ছবি: সংগৃহীত

টটেনহ্যাম হটস্পার ও লেস্টার সিটির পর এবার করোনার হানা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। দলটির মূল দলে করোনা আক্রান্তের খবর মিলেছে।তাই স্থগিত করা হয়েছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দলটির লিগ ম্যাচ। মঙ্গলবার রাত দেড়টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

এর আগে সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে কোভিড আক্রান্তের খবর নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তবে কতজন ফুটবলারের করোনা পজেটিভ এসেছে তা জানায়নি ক্লাবটি। যদিও প্রিমিয়ার লিগের নিয়ম মেনে আক্রান্ত সবাইকে রাখা হয়েছে আইসোলেশনে।

এদিকে ক্লাব টেন্টে করোনার উপস্থিতির কারণে ২৪ ঘণ্টার জন্য নিজেদের ট্রেনিং কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version