Site icon Jamuna Television

আড়াইহাজারে কার্ভাডভ্যান-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত প্রাইভেট কার। ইনসেটে ইন্সপেক্টর জুয়েল।

সিনিয়র করেসপন্ডেন্ট:

ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকায় কার্ভাডভ্যান-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর তুরাগ থানার ইন্সপেক্টর (তদন্ত) সফিউল্লাহ জুয়েল নিহত হয়েছে। আহত হয়েছেন প্রাইভেটকারের চালকও।

সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে একটায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চত করেছেন হাইওয়ে পুলিশ ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর সালাউদ্দিন।

তিনি জানান, রাত পৌনে একটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার এলাকায় একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা কার্ভাডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে হানীয়দের সহায়তায় গুরুত্বর আহত ইন্সপেক্টর জুয়েলকে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সফিউল্লাহ জুয়েল আড়াইহাজেরের সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকার মুক্তিযোদ্বা আজিজুল হকের ছেলে।

ওসি সালাউদ্দিন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কার্ভাডভ্যানটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়েছে।

নিহতের পরিবার জুয়েলের দাফন শেষে মামলা দায়ের করবে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এসএইচ

Exit mobile version