Site icon Jamuna Television

ইউএস ওপেনজয়ী এমা রাদুকানু করোনায় আক্রান্ত

এমা রাদুকানু। ছবি: সংগৃহীত

এবার করোনা আক্রান্ত হয়েছেন ইউএস ওপেনজয়ী বৃটিশ তারকা এমা রাদুকানু।

সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে কোভিড আক্রান্তের খবরটি নিশ্চিত করেন রাদুকানু নিজেই। আর এ জন্য সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদর্শনী টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

এর আগে সবশেষ ইউএস ওপেন খেলতে এসে চমক উপহার দেন এই বৃটিশ তারকা। মাত্র ১৯ বছর বয়সে জেতেন ইউএস গ্র্যান্ডস্লাম। সেটিও টেনিস ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে। ১৯৭৭ সালে উইম্বলডনে ভার্জিনিয়া ওয়েডের পর প্রথম বৃটিশ নারী হিসেবে জেতেন গ্র্যান্ডস্লাম শিরোপা।

ইউএইচ/

Exit mobile version