Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত

ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রোহিতের বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা প্রিয়াঙ্ক পাঞ্চাল। তবে রোহিতের পরিবর্তে টেস্টে সহ-অধিনায়কত্বের দায়িত্ব কে পালন করবে, তা নিশ্চিত করেনি বিসিসিআই।

এদিকে দক্ষিণ আফ্রিকা সফরকে ঘিরে মুম্বাইয়ে অনুশীলন করছিলেন রোহিত শর্মা। আর সেখানেই ইনজুরিতে পরেন তিনি। প্রাথমিকভাবে তার চোট বেশ গুরুতর বলেই ধারণা করা হচ্ছে। তাই টেস্ট সিরিজ শেষে ওয়ানডেতে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

ইউএইচ/

Exit mobile version