Site icon Jamuna Television

মোবাইল ব্যাংকিং লেনদেনে পিছিয়ে নারীরা

ব্যাংকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার লেনদেনে আগ্রহ কমছে মানুষের। যান্ত্রিক জীবনে মানুষ ঝুঁকছে দ্রুত সেবাপ্রাপ্তির পথে। সে সুবাদে ক্রমেই বাড়ছে মোবাইল ব্যাংকিং সেবার ব্যাপ্তি। তবে মোবাইল ব্যাংকিংয়ের পুরুষের চেয়ে পিছিয়ে যাচ্ছে নারীরা। এই সেবায় ছয় মাসে নারী গ্রাহকের হিসাব কমেছে ১৪ লাখ ৭৩ হাজার ২১৪টি। নারী গ্রাহক কমার এই হার ৩ দশমিক শূন্য ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন : মোবাইল ব্যাংকিংয়ের চার্জ কমানোর তাগিদ

চলতি বছরের মার্চে মোবাইল ব্যাংকিং সেবায় নারী গ্রাহক ছিল ৪ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার ৮৪৪ জন। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়ায় ৪ কোটি ৮০ লাখ ২৪ হাজার ৬৩০ জন। একই সময়ে পুরুষ গ্রাহকের হিসাব সংখ্যা ছিল ৫ কোটি ৮১ লাখ ৪৪ হাজারের বেশি।

আরও পড়ুন : যে কারণে আগ্রহ হারাচ্ছেন এজেন্ট ব্যাংকিং উদ্যোক্তারা

বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়সহ দেশে বর্তমানে ১৫টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) দিচ্ছে। ডাক বিভাগের সেবা নগদও একই ধরনের সেবা দিচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির এই সেবা উল্লিখিত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

/এডব্লিউ

Exit mobile version