Site icon Jamuna Television

হবিগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আদালতে নেয়ার সময় আসামি সৈয়দ হেলাল মিয়া (২৪)।

হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জের বাহুবলে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীতড মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে তাকে এক লাখ টাকা
জরিমানা করা হয়। এ মামলায় নিহতের শাশুড়ি ও তার এক দেবরকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত দাশ এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহুবল উপজেলার লাকড়িপাড়া গ্রামের সৈয়দ জিতুউর রহমানের ছেলে সৈয়দ হেলাল মিয়া (২৪)।

এর আগে, ২০১৭ সালের শুরুর দিকে হেলাল মিয়ার সাথে বিয়ে হয় উপজেলার ভরগাঁও গ্রামের আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে
লাভলি আক্তারের। বিয়ের পর থেকেই হেলাল যৌতুকের জন্য লাভলিকে মারপিট করত। ২০১৭ সালের ২৩
সেপ্টেম্বর রাতে হেলাল স্ত্রী লাভলি আক্তারকে মারপিট ও এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনার ৪ দিন পর ২৮ সেপ্টেম্বর লাভলি আক্তারের ভাই বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হত্যার
অভিযোগে লাভলির স্বামী ও শ্বশুর-শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাহুবল থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ১৭ জুলাই স্বামী হেলাল মিয়া, শাশুড়ি সৈয়দা সাহেদা খাতুন ও তার ধর্মভাই একই গ্রামের তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আদালত ২৩ জনের স্বাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আজ এ রায় দেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি
আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আসামির স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
রায়ে বাদীপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও বিবাদীপক্ষের আইনজীবী জানান, তারা ন্যায়বিচার পাননি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবার কথা জানান তিনি।

/এসএইচ

Exit mobile version