Site icon Jamuna Television

আমদানি বেড়েছে, কমেছে রফতানি

দেশে আমদানি বেড়েছে কিন্তু সে তুলনায় রফতানির পরিমাণ কম। অন্যদিকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সেও চলছে ধারাবাহিক পতন। এর ফলে চাপের মুখে পড়েছে বিদেশের সঙ্গে লেনদেনের ভারসাম্য। চলতি হিসাবের পাশাপাশি ঘাটতি তৈরি হয়েছে সামগ্রিক লেনদেনের ভারসাম্যে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পণ্য আমদানির জন্য ব্যয় হয় ২ হাজার ৩৯০ কোটি ডলার। চার মাসে রফতানি আয় হয়েছে এক হাজার ৪৮০ কোটি ডলার। রফতানি বেড়েছে ২০ দশমিক ৪৫ শতাংশ। কিন্তু এতে করে বাণিজ্য ঘাটতি হয় ৯১০ কোটি ডলারের।

আরও পড়ুন : রফতানিতে নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের আমদানি ও রফতানির বিশাল পার্থক্য পূরণে সহায়তা করে। কিন্তু চার মাসে রেমিট্যান্স আসে ৭০৬ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৯ দশমিক ৯৭ শতাংশ কমে সেবা খাতের ঘাটতি হয় ১৯৭ কোটি ডলার।

/এডব্লিউ

Exit mobile version