Site icon Jamuna Television

বেগমগঞ্জের আলোচিত নারী নির্যাতন মামলায় সব আসামির কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

এর আগে, মামলায় মোট ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযুক্তদের মধ্যে ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন, এখনও পলাতক অপর চারজন।

উল্লেখ্য, ২০২০ সালের ২ সেপ্টেম্বর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ করেন দেলোয়ারসহ অভিযুক্ত আসামিরা। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ধর্ষণ, নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে তিনটি মামলা করেন নির্যাতিত ওই নারী।

মামলা তিনটির মধ্যে গত ৪ অক্টোবর ধর্ষণের মামলায় দেলোয়ার ও আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড হয়। আর আজ রায় হলো বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাটির।

/এডব্লিউ

Exit mobile version