Site icon Jamuna Television

বগুড়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নেভানোর পর কারখানাটিতে এখনও তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সান্তাহারের বশিপুর এলাকায় ব্রিজ নামে একটি কারখানায় এই ঘটনা ঘটে। প্লাস্টিক কারখানাটিতে ওয়ান টাইম প্লেট ও গ্লাস তৈরি করা হতো।

শ্রমিকরা জানায়, সকাল সাড়ে ১২টার দিকে কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আধাপাকা ভবনটির ভেতর তল্লাশি শুরু করে ফায়ার সার্ভিস। একে একে উদ্ধার হয় ৫ জনের মরদেহ। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ সম্পর্কেও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

ইউএইচ/

Exit mobile version