Site icon Jamuna Television

জব্দকৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি দুদক কর্মকর্তা, তদন্তের নির্দেশ হাইকোর্টের

জব্দকৃত ৯৪ লাখ টাকা সরকারি কোষাগার জমা না দেয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা শরিফ উদ্দিনের অসৎ উদ্দেশ্য ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে তদন্ত করার জন্য দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিচারপতি ইনায়েতুর রহিম ও মোস্তাফিজুর রহমানের বেঞ্চ দুদক আইনজীবীকে শুনে এ আদেশ দেন।

হাইকোর্টকে দুদক জানায়, জব্দকৃত ওই অর্থ তারা একটা ভল্টে রেখেছে। এতে হাইকোর্ট প্রশ্ন করে, কমিশন ও আদালতের কোনো অনুমতি ছাড়া শরিফ উদ্দিন এতো টাকা কিভাবে নিজের হেফাজতে রাখলো? কোন আইনের বলে বা বিধি বলে?

পরবর্তীতে এ ঘটনা তদন্ত করার নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে পটুয়াখালীতে কর্মরত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। চট্টগ্রামে থাকাকালে কক্সবাজার থানা থেকে বুঝে নেন ৯৩ লাখ ৬০ হাজার টাকা। যা জব্দ করা হয়েছিলো র‍্যাবের অভিযানে। এরপর দেড় বছর কেটে গেলেও রাষ্ট্রীয় কোষাগারে ওই টাকা জমা দেননি শরীফ উদ্দিন।

Exit mobile version