Site icon Jamuna Television

বিরোধ মেটাতে বক্সিংয়ে মুখোমুখি দুই রাজনীতিবিদ, টিকিটের দাম ৮ হাজার

ছবি: সংগৃহীত

রাজনৈতিক মতবিরোধ থাকলে সাধারণত আলোচনা এবং বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ব্রাজিলে দুই নেতার মতবিরোধ শেষমেশ বক্সিং রিংয়ের মধ্য দিয়ে সমাধান হলো। খবর ওয়ার্ল্ড টুডে নিউজের।

বক্সিং রিংয়ে রীতিমতো বক্সারের সাজে হাজির হয়েছিলেন ব্রাজিলের বোরবা শহরের মেয়র সিমাও পিক্সোতে এবং সাবেক কাউন্সিলর তথা বিরোধী দলনেতা আলভাস ডা সিলভা। গত সেপ্টেম্বরে কাউন্সিলর সিলভা শহরে ওয়াটার পার্ক নিয়ে মেয়রের ব্যর্থতার প্রশ্ন তুলে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন মেয়র।

তিনি বলেছিলেন, আমি স্ট্রিট ফাইটার নই। আমি একজন মেয়র। যদি উনি সত্যি লড়াই চান আমি রাজি। আমি সব সময়েই জিতেছি। পরবর্তীতে সেই চ্যালেঞ্জ গড়ালো বক্সিং রিংয়ে।

রোববার (১২ ডিসেম্বর) দুই নেতা মুখোমুখি হয়েছিলেন। হাজির ছিলেন দর্শক এবং দুই নেতার সমর্থকরা। রিংয়ে দুই নেতা উঠতেই একটা উত্তপ্ত আবহের সৃষ্টি হয়। তারপরই শুরু হয় দুই নেতার ঘুষোঘুষি। একবার কাউন্সিলর, তো আর একবার মেয়রের পাল্লা ভারী হচ্ছিলো। দু’জন পরস্পরকে লক্ষ্য করে সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কাউন্সিলর মেয়রকে কুপোকাত করলেও শেষমেশ জয়ী হন মেয়রই। দুই নেতার এই শো দেখার জন্য সাড়ে ৮ হাজার টাকা দিয়ে টিকিটও বিক্রি হয়েছে।

Exit mobile version