Site icon Jamuna Television

নবী, রশিদদের জন্য কঠোর ‌আইন আফগানিস্তান ক্রিকেটে

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব-উর-রহমানদের জন্য কঠোর এক আইন করলো দেশটির ক্রিকেট বোর্ড।

বিদেশি লিগে খেলা নেতিবাচক প্রভাব ফেলছে আফগানিস্তানের ক্রিকেটে। তাই এখন থেকে বছরে তিনটির বেশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে পারবেন না বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে ডাক পাওয়া আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা। সেই সাথে টেস্ট দলে সুযোগ পেতে হলে খেলতে হবে প্রথম শ্রেণির ক্রিকেট। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত প্রকাশ করেনি এসিবি।

আরও পড়ুন: নিজ বাড়িতে মারধর ও ডাকাতির শিকার আর্জেন্টাইন ডিফেন্ডার

সারাবছর বাইরের লিগ খেলার কারণে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন না এই তারকা ক্রিকেটাররা। যার ফলে স্থানীয় ক্রিকেটাররা আন্তর্জাতিক তারকাদের সান্নিধ্য থেকে বঞ্চিত হন।

বর্তমানে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলছেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। এছাড়া ভারতের লিগ আইপিএল, পাকিস্তানের পিএসএল, বাংলাদেশের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি লিগ সিপিএলেও খেলে থাকেন বেশ কিছু আফগান ক্রিকেটার।

জেডআই/

Exit mobile version