Site icon Jamuna Television

সেকেন্ড ক্লাস পেয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকে উত্তীর্ণ নুসরাত

ছবি: সংগৃহীত।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও নায়িকা নুসরাত ফারিয়া।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তথ্যটি জানান এ অভিনেত্রী।

ফেসবুকে দেয়া পোস্টে নুসরাত ফারিয়া বলেন, আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আজকের দিনটি আমার জন্য বিশেষ। কারণ, আজকে আমি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছি।

নুসরাত ফারিয়া তার এই অর্জনে তার শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া ভক্ত-সমর্থকদের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: বহু যুগের প্রচলিত রীতি ভেঙেছেন ভিকি-ক্যাট, বিয়েতে সমাজকে দিলেন কঠোর বার্তা

রেডিও জকি হিসাবে নিজের ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসাবে আবির্ভূত হন তিনি।

এরপর ‘বাদশা-দ্য ডন’, ‘হিরো ৪২০’, ‘বস-টু’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফারিয়া। তাছাড়া ‘পটাকা’, ‘হাবিবি’সহ বেশ কয়েকটি গানও গেয়েছেন তিনি।

জেডআই/

Exit mobile version