Site icon Jamuna Television

‘ওমিক্রন ঠেকাতে ৯০ শতাংশ কার্যকর ফাইজারের পিল’

ছবি: সংগৃহীত

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন মোকাবিলায় কার্যকর ফাইজারের পিল। মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি।

তাদের দাবি, দু’হাজার ২৫০ জনের ওপর চালানো হয়েছে কোভিড পিল সেবনের পরীক্ষা। তাতে বেরিয়ে এসেছে উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী এবং প্রবীণ করোনা আক্রান্তদের ক্ষেত্রে ৯০ শতাংশ পর্যন্ত ওষুধটি মৃত্যুহার কমিয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তাও কমিয়ে দেয় পিলটি।

আরও পড়ুন: ছবিতে ‘হাহা রিঅ্যাক্ট’ দেয়ায় যুবককে বেধড়ক পিটুনি

গবেষণাগারে চালানো ভিন্ন পরীক্ষায় ফাইজার দেখেছে, এটি ওমিক্রন মোকাবিলাতেও বেশ কার্যকর। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা- FDA’র অনুমোদনের অপেক্ষায় রয়েছে পিলটি। চলছে মানবশরীরের ওপর পিলটির কার্যকারিতার শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষা। শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে মিলবে করোনা মোকাবিলায় ব্যবহৃত প্রথম ওষুধ।

ইউএইচ/

Exit mobile version