Site icon Jamuna Television

যে শহরে নেই কাগজের কোনো ব্যবহার

ছবি: সংগৃহীত।

দুবাই এখন ১০০ ভাগ কাগজবিহীন শহর। আর এর ফলে দুবাইয়ে সঞ্চয়ের পরিমাণ বেড়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, কাগজবিহীন হওয়ার ফলে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার এবং ১৪ মিলিয়ন ঘণ্টা সঞ্চয় করতে পেরেছে দুবাই।

দুবাইয়ের অভ্যন্তরীণ, বৈদেশিক লেনদেন ১০০ শতাংশ ডিজিটাল হয়েছে। একক সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এই লেনদেন পরিচালনা করা হয় বলেও জানানো হয়। এক বিবৃতিতে শেখ হামদান বলেন, দুবাই যে সাফল্য অর্জন করেছে, তা দেশের প্রতিটি মানুষের অবদান। এই সাফল্য নাগরিকদের জীবনে নতুন মাত্রা যোগ করবে।

পড়ুন: ছবিতে ‘হাহা রিঅ্যাক্ট’ দেয়ায় যুবককে বেধড়ক পিটুনি

শেখ হামদান আরও বলেন, ১০০ শতাংশ কাগজহীন হিসেবে দুবাইয়ের আত্মপ্রকাশ ডিজিটাল রাজধানী হিসেবে দুবাইকে এগিয়ে রাখবে। এখানে আসা পর্যটকদের সুবিধা থেকে নাগরিক যাবতীয় সেবা ডিজিটাল হওয়ায় পর্যটন বাড়বে। দুবাই বিশ্বের সামনে নিজেকে ডিজিটাল রোল মডেল হিসেবে তুলে ধরতে চাইছে। এর জন্য কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ২০১৮ সালে দুবাইয়ের শাসক কাগজহীন শহর গঠনের কৌশল গ্রহণ করেন।

Exit mobile version