Site icon Jamuna Television

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

প্রবল ঝড়-বৃষ্টি এবং তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া। মঙ্গলবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন ৬ হাজার ঘরবাড়ি-স্থাপনা। এখনও কোনো হতাহতের খবর মেলেনি। তবে পাহাড় ও ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত যান চলাচল। কাদামাটি-আবর্জনায় ভরে গেছে মহাসড়কগুলো।

প্রশাসনের তরফ থেকে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নিলেও দুর্ঘটনার আশঙ্কায় সেসব ব্যাহত হচ্ছে। কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলিউড এলাকা। পানি এবং ঝড়ো হাওয়ার তোড়ে ভেসে গেছে বহু গাড়ি। এছাড়া লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টের দুটি টার্মিনালেও জমে গেছে পানি। যার কারণে আপাতত স্থগিত ফ্লাইট চলাচল।

আরও পড়ুন: গরু জবাই রুখতে ফোনের খরচ বাঁচিয়ে তলোয়ার কিনুন: ভারতের নেত্রী

একদিন আগেই নর্দান ক্যালিফোর্নিয়ায় জারি করা হয় সতর্কতা। আটকা পড়া বহু মানুষকে উদ্ধার করেছে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

ইউএইচ/

Exit mobile version