Site icon Jamuna Television

এখন থেকে মানুষের মতো মুখভঙ্গি প্রকাশ করবে রোবোট

ছবি: সংগৃহীত।

বছর কয়েক আগে আমরা রোবোটিক কার্যক্রম শুধু ছবিতেই দেখেছি। হুবহু মানুষের মতো সকল কাজকেই নকল করছে। এখন আর এগুলো সায়েন্সফিকশনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা এখন এগুলো বাস্তবেই দেখতে পাচ্ছি। প্রযুক্তিগত উৎকর্ষতার ফলে প্রযুক্তিবিদরা রোবোটগুলোকে এখন হুবহু মানুষের রূপ দিচ্ছে। শুধু তাই নয় দীর্ঘ কয়েক বছর ধরে মানুষ যেভাবে ক্রিয়াকলাপ সম্পাদন করে রোবটকেও সে রকমভাবে তৈরি করা হচ্ছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি রোবোট তৈরির কারখানায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে, রোবোটকে এতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যে রোবোটটি মানুষের মতো চোখ নাড়াচ্ছে, এমনকি মুখের চোয়ালকে বিভিন্ন ভঙ্গিতে এদিক ওদিক করছে। এ যেন মানুষের হুবহু প্রতিবিম্ব।

পড়ুন: কীভাবে বুঝবেন, কেউ আপনার কল রেকর্ড করছে?

এ ধরনের রোবোট তৈরি অনেক ব্যয়বহুল। যে প্রযুক্তিবিদ এই রোবোটটি তৈরি করেছেন তিনি বলেন, এটি নিয়ে আরও কাজ করতে হবে। থ্রিডি প্রযুক্তি ব্যবহার করে এ রোবোট তৈরি করা হয়েছে।

Exit mobile version