Site icon Jamuna Television

বরিশাল মেডিকেলে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডে আগুন লাগে। একপর্যায়ে সেন্ট্রাল অক্সিজেন লাইনেও আগুন ধরে যায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

এ সময় সেখানে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রমনী দাস নামে এক রোগী মারা যান। তবে এর সাথে আগুনের কোনো সম্পর্ক নেই বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউএইচ/

Exit mobile version