Site icon Jamuna Television

স্টোকসের বাউন্সার লাগল রুটের হেলমেটে, চলছে সমালোচনা

ছবি: সংগৃহীত

অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে নেট ব্যাটিংয়ে বেন স্টোকসের বলে হেলমেটে আঘাত পান ইংলিশ ব্যাটার জো রুট। যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর সমালোচিত হচ্ছে স্টোকসের বাউন্সার।

হাঁটুর ইনজুরি কাটিয়ে নিজের ফিটনেস নিয়ে কাজ করছিলেন বেন স্টোকস। এদিকে নেট ব্যাটিং করছিলেন অধিনায়ক জো রুট। স্টোকসের এক বাউন্সার বল গিয়ে আঘাত হানে রুটের হেলমেট বরাবর। ইংলিশ দলে এখন অধিনায়ক জো রুটই ভরসা। সে ছাড়া ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের করুণ দশা। তাই তার আঘাত পাওয়ার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে সমালোচনায় ভাসতে হয় স্টোকসকে। যদিও এই ঘটনার পর স্টোকস নিজের ভুল স্বীকার করে বরফ এনে দেন সতীর্থকে।

Exit mobile version