Site icon Jamuna Television

ঢাবি শিক্ষার্থী মেঘলা হত্যা: স্বামীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

নিহত মেঘলা চৌধুরী ইলমা।

ঢাবি শিক্ষার্থী মেঘনা হত্যা মামলায় গ্রেফতার স্বামী ইফতেখারের ৭ দিন রিমান্ড চেয়েছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে হাজির করা হবে আদালতে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ১৫-১৬ সেশনের ছাত্রী মেঘলা চেধুরী ইলমাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠেছ স্বামীর বিরুদ্ধে। মেঘলার স্বামী ইফতেখার কানাডা প্রবাসী। আর ঢাকার বনানীতে মেঘলা-ইফতেখার দম্পতির বাসা ছিল।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) তাদের বনানীর বাসায় এই ঘটনা ঘটেছে। মেঘলার স্বামী ইফতেখারকে আটক করা হয়েছে।মেঘলার খালু মো. ইকবাল হোসেন জানান, মেঘলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে সবকিছু পরিস্কার হওয়া যাবে।

মেঘলার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। এর আগে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার আগেই মারা যায় সে। মেঘলার স্বজনেরা এই ঘটনা সম্পর্কে বিকেলে জেনেছেন বলেও জানান ইকবাল হোসেন।

Exit mobile version