Site icon Jamuna Television

বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন ভিকি

ছবি: সংগৃহীত

গত ৯ ডিসেম্বর ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভিকি কৌশল। তাদের বিয়ে নিয়ে কৌতূহলের শেষ ছিল না অনুরাগীদের। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়া পেজে তাদের বিয়ের খবর শেয়ার করেন ভিকি ও ক্যাটরিনা। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাদের মেহেন্দি ও হলদির ছবিও ভাইরাল।

বিয়ে সেরে মুম্বাই ফিরেছেন যুগল। কোথায় যাচ্ছেন তারা হানিমুনে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে মালদ্বীপে হানিমুনে যাবেন এ দম্পতি। আবার শোনা যাচ্ছে এখনই হানিমুনে যাচ্ছেন না তারা। কারণ দুজনেরই শুটিং শিডিউল রয়েছে। তাদের বিয়ের কারণে বন্ধ ছিল শুটিং। বিয়ের রেশ এখনও কাটেনি তারই মাঝে সুখবর দিলেন ভিকি কৌশল। সোমবার ভিকি শেয়ার করলেন তার আগামী ছবির খবর।

সোমবার পরিচালক প্রযোজক মেঘনা গুলজারের জন্মদিন। সেইদিনই ভিকি ঘোষণা করলেন তার আগামী ছবি ‘সাম বাহাদুর’-এর দুই প্রধান অভিনেতার নাম। দঙ্গলের পর ফের এই ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখ। ফিল্ড মার্শাল সাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তার স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ইন্দিরা গান্ধির চরিত্রে অভিনয় করবেন ফাতিমা সানা শেখ। ছবিটি পরিচালনা করবেন মেঘনা গুলজার।

ছবি প্রসঙ্গে মেঘনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমার অনেক কিছু সেলিব্রেট করার ছিল। ১৯৭১ এর যুদ্ধের এটা পঞ্চাশতম বছর। সানিয়া ও ফাতিমাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড।
আরও পড়ুন: ক্যাটরিনার বিয়ের গাউন-শাড়ি বুনতে ৪০ জন শিল্পীর লেগেছে ১ হাজার ৮০০ ঘণ্টা

অন্যদিকে সানিয়া লিখেছেন, প্রত্যেক প্রতিষ্ঠিত পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। এই চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের। আর ফাতিমা লিখেছেন, একজন নারী যিনি সাহস ও শক্তির অন্যতম সংজ্ঞা। ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের।

ইউএইচ/

Exit mobile version